নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকা থেকে অস্ত্র ও কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের এক রোহিঙ্গাকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।
আটককৃত মোহাম্মদ আব্দুল্লাহ (৫৫) কক্সবাজার শহরের সমিতিপাড়ার বাঁচা মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে কক্সবাজার শহরের সমিতি পাড়ায় বসবাস করে আসছিল। আর জব্দ করা ট্রলার মালিক ছৈয়দ কাছিম কক্সবাজার সদরের লিংকরোড এলাকার মুহুরি পাড়ার বাসিন্দা।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে এফবি মা-বাবার দোয়া নামের একটি ফিশিং ট্রলারে ইয়াবার একটি চালান আসার খবরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা লোকজনের মধ্যে তিনজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে ট্রলারে মাছ রাখার কোল্ড স্টোরেজ থেকে অস্ত্র, গুলি ও চারটি প্যাকেট উদ্ধার করা হয়।প্যাকেটগুলো খুলে পাওয়া যায় এক কোটি পাঁচ লাখ টাকা মূল্যের সাড়ে ৩৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি বন্দুক, আট রাউন্ড গুলি। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি মনিরুল।
দৈনিক দেশজনতা /এন আর