১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

রমনা থানা জামায়াত নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মগবাজারের চেয়ারম্যান গলির একটি বাসা থেকে রমনা থানার ৩৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আনোয়ার সাদাতকে ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সামশিয়া কাউছারী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, তুলে নেয়ার পর ডিবি অফিসে গেলে তারা এ নামে কাউকে আটক করেননি বলে জানান। এরপরে রমনা, খিলগাঁও ও রামপুরা থানায় গেলে সেখানেও আনোয়ার সাদাত নামে কাউকে আটকের কথা অস্বীকার করেন ওসি ও ডিউটি অফিসার।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ