১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

প্রাইভেট কারে তরুণীর শ্লীলতাহানি, চালক রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মহাখালীতে প্রাইভেট কারে তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলায় চালক ইমরান হোসেন রনিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে ইমরানকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার নথি থেকে জানা যায়, ৮ আগস্ট বেলা ১১টার দিকে মহাখালী রেলগেটের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন এক তরুণী। তখন একটি প্রাইভেটকার তরুণীর সামনে থামে। কারের চালক ছিলেন ইমরান হোসেন রনি নামে এক যুবক।

এরপর ওই তরুণীকে চালক ইমরান জিজ্ঞাসা করেন, আপনি কোথায় যাবেন? তরুণী বনানী যাওয়ার কথা বললে ইমরান তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলেন। তরুণীকে গাড়ির সামনে বসান চালক ইমরান। বনানী যাওয়ার পথে সরকারি তিতুমীর কলেজের বিপরীতে গাড়ি থামান। এক পর্যায়ে চালক তরুণীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। তাকে শ্লীলতাহানি করেন। এ সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।

আমতলী সিগন্যালে গাড়ি আটকা পড়লে ট্রাফিক পুলিশ গাড়িসহ ইমরানকে আটক করে। পরে ওই তরুণী বাদী হয়ে বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১০, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ