নিজস্ব প্রতিবেদক:
শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন- শিরিন বেগম (৬৫), রুমান (১৪) ও আয়েশা (২)।
নড়িয়া উপজেলার সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন মাসুম জানান, বুধবার বিকেলে একটি ট্রলার নিয়ে ১৬ জন যাত্রী জাজিরা থেকে সুরেশ্বরে মাওলানা জান শরীফের মাজারে যায়। বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার সময় পদ্মার মাঝপথে ট্রলারের তেল শেষ হয়ে যায়। মাঝি সুরেশ্বর এলাকায় একটি ঘাটে ট্রলারটি বেঁধে স্থানীয় বাজারে তেল আনতে যান। এ সময় পদ্মার ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। ১৩ জন যাত্রী সাঁতরে তীরে আসতে পারলেও তিনজন স্রোতে ভেসে যায়।
এসআই আরো জানান, নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে। অন্য নৌ ফাঁড়িতেও এ ব্যাপারে জানানো হয়েছে। তারাও খোঁজ নেবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

