১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

রাঙামাটিতে আদিবাসী দিবসকে ঘিরে পাল্টা পাল্টি কর্মসূচি পালিত

শাহ আলম, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে আদিবাসী দিবসকে ঘিরে পাল্টা পাল্টি কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে রাঙামাটি শহরে পাল্টাপাল্টি কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে ক্ষুদ্র নৃ গোষ্ঠী উপজাতিরা। অপর দিকে পাহাড়ে কোন আদিবাসী নাই তারই প্রতিবাদে মানববন্ধন করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা চত্বরে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনপার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির সহ সভাপতি ও রাঙামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য উষাতন তালুকদার এমপি।

প্রধান অতিথি উষাতন তালুকদার এমপি বলেন, সরকার আদিবাসী স্বীকৃতি ও পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বার বার কাল ক্ষেপন করছে।পার্বত্য এলাকায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর মৌলিক অধিকার গুলো বাস্তবায়ন হচ্ছে না। বিশে^র বিভিন্ন দেশে আদিবাসী দিবসটিকে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু বাংলাদেশে
তার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না। তিনি অধিকার আদায়ে সর্বস্তরের পাহাড়ি জন গোষ্ঠীকে একতাবদ্ধ হওয়ার আহবান জানান।

বক্তব্য রাখেন,ব্যারিষ্টার দেবাশীষ রায়, আদিবাসী নেতা গৌতম দেওয়ান, বাংলাদেশ মানবাধিকার সদস্য ও সাবেক রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রমূখ। বক্তারা বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও চুক্তি বাস্তবায়নের দাবি জানান। পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি তুলে ধরেন। সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ করা হয়।

এদিকে বুধবার বেলা সাড়ে ১২টায় শহরের বনরুপাস্থ আদিবাসী দিবস বাতিলের দাবিতে মানববন্ধ করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের আহবায়ক বেগম নুর
জাহান।

ছাত্র পরিষদের মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রামে কোন আদিবাসী নাই এটা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ সরকার। সরকারের বিধিমালা অমান্য করে প্রতি বছর পার্বত্য চট্টগ্রামে আদিবাসী দিবস পালন করে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি। পার্বত্যবাসীর দাবি এই দিবসটি নিয়ে যেন আর কেউ কথা বলতে না পারে তাই আবারো আইন পাশ করে এটি বাতিলের দাবি জানান। সরকার বলছে পাহাড়ে কোন আদিবাসী নাই। যে সকল উপজাতি পাহাড়ে বসবাস করছে তারা সকলেই ক্ষুদ্র নৃ গোষ্ঠী।

বক্তব্য রাখেন,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান,সরকারি কলেজ শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও জেলা ছাত্র পরিষদের তথ্য ও প্রচার সম্পাদক আবদুল আল-মমিন প্রমূখ।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৯:০৫ অপরাহ্ণ