১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

ইনকিলাবে বেআইনি কর্মকাণ্ডের প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক ইনকিলাবে বেআইনিভাবে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন সাংবাদিক-কর্মচারীরা। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বুধবার দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলও (ডিএসইসি) অংশ নিয়েছে।

ডিইউজে সভাপতি শাবান মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সােহেল হায়দার চৗেধুরীর সঞ্চালনায় সমাবেশে দৈনিক ইনকিলাবের চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীসহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হােসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নােমানী, ডিএসইসি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানসহ বিভিন্ন সাংবাদিক নেতা উপস্থিত আছেন।

N/A

প্রকাশ :মে ১০, ২০১৭ ৯:৩৪ অপরাহ্ণ