নিজস্ব প্রতিবেদক:
রাজধানী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার জালিয়াতির মাধ্যমে মাস্টার কার্ড ইস্যু ও তা বিক্রির অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে। সিআইডি বুধবার দুপুরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদি হাসান, হায়দার হোসেন, জহিরুল হক, রিয়াজুল ইসলাম ও আসকার ইবনে ইসহাক। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বুধবার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।
বিফ্রিংয়ে সিআইডির বিশেষ সুপার (অর্গানাইজড ক্রাইম) মোল্লা নজরুল ইসলাম বলেন, জালিয়াত-চক্রটি ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে ইন্টারনেটভিত্তিক মাস্টার কার্ড (পেওনিয়ার) ইস্যু ও তা বিক্রি করে আসছিল। এই কার্ড ব্যবহার করে বিদেশে টাকা পাচার করা যায়। সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ১৪১টি পেওনিয়ার মাস্টার কার্ড, নগদ ৯ লাখ ২১ হাজার ৫০০ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি