২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৬

বিপিএলে খেলতে পারবে না বরিশাল বুলস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হবে ২ নভেম্বর। তবে এর আগেই ফ্র্যাঞ্চাইজি  দলগুলো শুরু করেছে নিজেদের দল গোছাতে। তবে এ দিক থেকে ব্যতিক্রম ছিল বরিশাল বুলস। তারা কোন খেলোয়াড়কেই তারা নিশ্চিত করেনি। অবশেষে জানা গেল দলটি এবারের আসরে অংশগ্রহণ করতে পারছে না। পঞ্চম আসরে তারা আর্থিক অসঙ্গতির কারণে ও শর্ত লঙ্ঘন করায় থাকছেনা। ফলে এবারের বিপিএল সাত দল নিয়েই হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এমনটাই জানিয়েছেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ