২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪০

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই অগ্নিনির্বাপক ফোম দিয়ে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন। পরে ফায়ার ব্রিগেড এসে রুমে সৃষ্ট ধোঁয়া বের করে দেয়। সার্ভার রুমে সংঘটিত এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। আজ সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনে অবস্থিত সার্ভার রুমে মাল্টিপ্লাগ কানেকশনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয়। এর পরপরই ফায়ার এলার্ম বেজে ওঠে। পাশের রুমে থাকা মহাপরিচালক (প্রশাসন) নাজমুল ইসলাম তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসেন। এরপর করিডোরে থাকা অগ্নিনির্বাপক ফোম দিয়ে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। আগুনে ইন্টারনেটের কিছু তার পুড়ে যায়। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিকল্প ব্যবস্থার মাধ্যমে মন্ত্রণালয়ে ইন্টারনেট যোগাযোগ আবার চালুর চেষ্টা করা হচ্ছে। ঘটনা তদন্তে মহাপরিচালকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয় ছয় মাস আগে ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৪:২৭ অপরাহ্ণ