২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৪

ফরিদপুরে শতাধিক পরিবার পানিবন্দি

নিজস্ব প্রতিবেদক:

গত দেড় মাস ধরে পানিবন্দি হয়ে আছে ফরিদপুর পৌরসভার আলীপুরের ও অম্বিকাপুর রেল কলোনীর শতাধিক পরিবার । বর্ষার অঝোর বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাবন করছে এখানের শিশু ও নারীসহ পাঁচ শতাধিক মানুষ।

সরজমিনে গিয়ে দেখা যায়, এই দুই এলাকায় শোয়ার খাট অবধি জলমগ্ন।ডুবে আছে রান্নাঘরও। অন্যের বাড়িতে রান্না করে ঘরে নিয়ে আসছে অথবা খাবার কিনে খাচ্ছে এসব ভূক্তভোগী পরিবার। অন্যদিকে আবার রাতের অন্ধকারে সাপের ভয়ে ঘুমাতে পারছেন না তারা।

ভুক্তভোগীরা জানান, স্কুলগামী শিক্ষার্থীরা ঘর থেকে বের হতেই পারছে না। আবার ঘরের ভেতরে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অনেকে পরিবার সন্তানদের তাদের নানা অথবা দাদা বাড়িসহ নিকটাত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছে । এলাকার বাসিন্দা ফিরোজ খান বলেন, ‘প্রতি বছরই বর্ষা মৌসুমে পানিবন্দি থাকি। এ সময়ে জীবনযাপন খুবই কষ্টসাধ্য হয়।’

আরেক বাসিন্দা শেখ হাফেজ মোল্লা বলেন, ‘বাড়িতে যেতে হলে কোমর পর্যন্ত পানির মধ্যে নেমে বাড়ি যেতে হয়। সব সময় আতঙ্কে থাকি এই বুঝি আমার বাচ্চা পানিতে পড়ে গেলো।’ পানিবন্দি জাহাঙ্গীরের স্ত্রী বলেন, ‘বাচ্চাকেতার নানা বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি আছি জীবনের ঝুঁকি নিয়ে।’

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খন্দকার সামসুল আরেফীন সাগর বলেন, ‘গত বছরও এ এলাকার মানুষ পানিবন্দি ছিলো। আমরা এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করেছি। কিন্তু এ এলাকার পানি বের করার কোন জায়গা নেই। বৃষ্টি কমলে সেঁচের মাধ্যমে এখানের জলাবব্ধতার নিরসন করবো।’

এদিকে বিপদগ্রস্তদের দেখতে এরইমধ্যে জেলা প্রশাসনের পক্ষে এনডিসি মো. পারভেজ মল্লিক জলাবদ্ধ  এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, অবিলম্বে পানিবন্দি পরিবারের জন্য সরকারি সহায়তা দেওয়া শুরু হবে। এছাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনে স্থানীয় পৌরসভার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ২:৪৮ অপরাহ্ণ