২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:১৬

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে

নিজস্ব প্রতিবেদক :

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও গরমভাব রয়েছে। আজ বুধবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের এই তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে উল্লেখ করেছে।

বুধবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাজধানীতে আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

এদিকে গতকাল মঙ্গলবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরের ডিমলায়। মঙ্গলবার এই অঞ্চলে সর্বোচ্চ ৯৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন সোমবার দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বরিশালের খেপুপাড়ায়। ওদিন অধিদপ্তর সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে।

আজ বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল মঙ্গলবার এটি ৯১ শতাংশ ছিল। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১:৪৫ অপরাহ্ণ