২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১১

সবার উচিত শাকিবের প্রশংসা করা

নিজস্ব প্রতিবেদক:

যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করে পশ্চিমবঙ্গে ভালো অবস্থানে রয়েছেন শাকিব খান। তাই সবার উচিত তার প্রশংসা করা। এমনটা মনে করেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান। সম্প্রতি এশিয়ান টেলিভিশনের জন্য নির্মিত ‘কমনসেন্স’ অনুষ্ঠানে এ কথা বলেন এককালের জনপ্রিয় খলনায়ক। অনুষ্ঠানটির উপস্থাপনায় রয়েছেন অভিনেতা নাজিম শাহরিয়ার জয়।

শামসুজ্জামান বলেন, ‘আমাদের শাকিব যখন পশ্চিমবঙ্গে গিয়ে একটা জায়গা দখল করেছে, তখন তো তার প্রশংসা করা উচিত। তাকে ভীষণভাবে একটা আলাদা সম্মান দেওয়া উচিত।’ এক পর্যায়ে জয় জানান, শাকিব বিভিন্ন সময়ে চলচ্চিত্র নির্মাতা ও অন্যদের নিয়ে অশোভন মন্তব্য করেছেন। উত্তর শামসু্জ্জামান বলেন, ‘কথায় কথা বাড়ে, খাদ্যে বাড়ে পেট। শাকিব এই বলছে, একটু পরে বলছে আমি রাগে বলেছি।’

তিনি মনে করেন, শাকিবের সঙ্গে সবার একটা বোঝাপড়ায় আসা উচিত। তার কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক করার কোনো দরকার নাই, তাকে ব্যান করারও দরকার নাই।

শামসুজ্জামান বলেন, ‘আমরা তো চিরকাল স্বপ্ন দেখেছি যে, পশ্চিমবঙ্গে অভিনয় করব। এ শখটা আমাদের চিরকাল ছিল। আজকে শাকিব যখন সেই জায়গায় গিয়েছে, যখন একটা জায়গা সে দখল করেছে আমাদের পরিচালক সমিতি এবং অভিনেতা সবার উচিত শাকিবের প্রশংসা করা।’

‘কমনসেন্স’-এর বিশেষ পর্বটি প্রচার হবে শুক্রবার রাত ১০টায়। উল্লেখ্য, মাস কয়েকের মধ্যে অশোভন মন্তব্যের কারণে দুইবার চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন শাকিবের সঙ্গে কাজ না করার ঘোষণা দেয়। প্রথমবার শাকিব ক্ষমা চান। বর্তমানে আদালতের নির্দেশনা এনে নতুন ছবিতে অভিনয় করছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১:৩৩ অপরাহ্ণ