২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৭

নিখোঁজের ৪ দিন পর শালবনে কিশোরের লাশ

নিজস্ব প্রতিবেদক:

নিখোঁজের ৪ দিন পর দিনাজপুরের বীরগঞ্জে তাপস রায় (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বীরগঞ্জ উপজেলায় বনবিভাগের জাতীয় উদ্যান সিংড়া শালবন থেকে লাশটি উদ্ধার করা হয়। তাপস রায় বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া গ্রামের শিমুল রায়ের ছেলে।

বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের মহিলা সদস্য লিপি আরা বেগম জানান, মঙ্গলবার বিকেলে চাউলিয়া গ্রামের মৃত ধনু রায়ের ছেলে রতন রায় গরু খুঁজতে সিংড়া শালবনের গভীর জঙ্গলে যায়। জঙ্গলের ভেতরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে একটি ছেলের অর্ধগলিত মৃতদেহ দেখতে পায়।

বিষয়টি জানার পর তিনি স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। স্থানীয় লোকজন মৃতদেহটি নিখোঁজ তাপস রায়ের হতে পারে বলে ধারণা করলে মোবাইলে ছবি তুলে তাপসের পরিবারকে সংবাদ দেন। একই সঙ্গে বিষয়টি তাৎক্ষণিকভাবে বীরগঞ্জ থানায় অবহিত করা হয়। তাপস রায়ের বাবা শিমুল রায় বলেন, গত শনিবার সকাল ৭টায় তাপস বাড়ি থেকে বেরিয়ে যাবার পর আর ফিরে আসেনি। তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজ করে পাওয়া যায়নি।

মঙ্গলবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য মোছা. লিপি আরা বেগম মোবাইলে জাতীয় উদ্যান সিংড়া শালবনের গভীর জঙ্গলে একটি মৃতদেহ পড়ে থাকার বিষয়টি আমাদেরকে জানান। পরে তার মোবাইলে তোলা ছবি দেখে নিশ্চিত হই এটি আমাদের তাপসের মৃতদেহ।

বীরগঞ্জ থানার ওসি আবু আককাছ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাত সাড়ে ১০টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১২:২০ অপরাহ্ণ