১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

শেরপুরে নিষিদ্ধ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বিক্রয়নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে শেরপুরে দুটি ফার্মেসিকে ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে শহরের রঘুনাথবাজার ও কলেজ মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান ও তামান্না আক্তার শারমিন। জানা যায়, বিক্রয়নিষিদ্ধ, মেয়াদোত্তীর্ণ, চিকিৎসকের সেম্পল ওষুধ রাখায় এবং কর্তব্যরত ফার্মাসিস্ট না থাকায় মাছরাঙা ড্রাগ হাউজের মালিক হামিদুল ইসলামকে সাত হাজার টাকা এবং কলেজ মোড় এলাকার মারজিয়া মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শেরপুরের ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল। অভিযানকালে সদর থানার এসআই রঞ্জন রানী দত্তসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা তাদের সঙ্গে ছিলেন। পরে জব্দ করা ওষুধগুলো পুড়িয়ে ফেলা হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ১২:০৯ অপরাহ্ণ