নিজস্ব প্রতিবেদক:
পুঁজিবাজারের মিউচ্যুয়াল ফান্ড খাতের তালিকাভুক্ত তিনটি ফান্ড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের ইউনিট হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডগুলো হল- এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড:
ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ট্রাস্টি পরিষদ। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৯৬ টাকা। আর ইউনিট প্রতি প্রকৃত সম্পদ বাজার মূল্যে ১১.০৩ টাকা এবং ক্রয় মূল্য অনুসারে ১১.১১ টাকা। আর ইউনিট প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ০.০২ টাকা (নেগেটিভ)। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৩১ আগস্ট।
গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড:
ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। ইউনিট প্রতি মার্কেট মূল্য ১১.৫৪ টাকা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড:
ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ০.৪৩ টাকা। এছাড়া ইউনিট প্রতি মার্কেট মূল্য ১১.৫০ টাকা। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৩১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
দৈনিকদেশজনতা/এন এইচ