১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

তুরস্কে ও চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি পর্যটন অঞ্চলে মঙ্গলবার ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূ-তাত্বিক জরিপ সংস্থা এএফপিকে একথা জানায়।তবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল তুরস্কের এজিয়ান এলাকার একটি ব্যস্ততম পর্যটন রিসোর্টের ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং ১০ কিলোমিটার গভীরে।

চীনে ভূমিকম্পে :

চীনের উত্তর-পশ্চিম সিচুয়ান প্রদেশ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১৯ মিনিটে দেশটির সিচুয়ান প্রদেশে ৭ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে ২৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম সিনহুয়া। এছাড়া মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করেছে বিবিসি অনলাইন। তবে চায়নার ন্যাশনাল কমিশন ফর ডিজাস্টার রিডাকশন দাবি করেছে, ভূমিকম্পে কমপক্ষে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ৩০ হাজার ঘরবাড়ি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিচুয়ান প্রদেশের পার্বত্যাঞ্চল পাংশু এলাকা। ওই দুর্গম পার্বত্যাঞ্চলে মাটির ২০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

ভূমিকম্পে সীমান্তবর্তী পাংশু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্গমাঞ্চল হওয়ায় এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি। এছাড়া সিচুয়ান প্রদেশের বিভিন্ন এলাকায় বাড়িঘর কেঁপে ওঠে। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন সিচুয়ানের অধিবাসীরা।

এর আগে ২০০৮ সালে চীনের সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এরপর ২০১১ সালে ৬.৮ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারায় প্রায় দুই হাজার মানুষ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৯, ২০১৭ ৯:৪১ পূর্বাহ্ণ