১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

কাদেরের কথায় আমোদ পাই: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যে আমোদ পান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন  , তিনি খুব বেশি কথা বলেন। যদিও এসবের উত্তর দেয়ার প্রয়োজন মনে করি না। তবে তার কথায় আমরা আমোদ পাই। ওবায়দুল কাদের গতকাল বলেছেন, আদালত আর বিদেশিরা বিএনপিকে ক্ষমতায় নিতে পারবে না।
মির্জা আলমগীর বলেন, কার কথা কে বলে? আওয়ামী লীগই তো বিচারপতি খায়রুল হকের রায়ের কল্যাণে ক্ষমতায় টিকে আছে। আর তারা কোন বিদেশির কল্যাণে ক্ষমতায় এসেছিলো তা জনগণ জানে। বিএনপি কোন আদালত আর বিদেশিদের কল্যাণে নয়, জনগণের ভোটে ক্ষমতায় আসে এবং আসবে। জনগণের ক্ষমতা নিশ্চিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।

সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীর ওপর যে ঐতিহাসিক রায় দিয়েছেন তা জনগণের চিন্তা ও চাওয়ার প্রতিফলন মন্তব্য করে তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে নাকি আওয়ামী লীগ জনমত সৃষ্টি করবে। গতকাল তারা এ নিয়ে মন্ত্রীসভায় অনেক সমালোচনা করেছেন।

বিএনপি মহাসচিব বলেন, এই অবৈধ সরকারের কত বড় স্পর্ধা! দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে, জনগণের ইচ্ছা আর চিন্তার যে প্রতিফলন তার বিরুদ্ধে জনমত তৈরি করতে চায়। তারা সুপ্রিম বিশ্বাস করে না। দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলতে চায়। কিন্তু তারা তা পারবে না। জনগণ তা মানবে না।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার সহ জাতীয়তাবাদী ফোরামের জ্যেষ্ঠ এডভোকেটবৃন্দ বক্তব্য রাখেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ৯:০৩ অপরাহ্ণ