২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪৭

২৮ হজ এজেন্সিকে দুদিনের আল্টিমেটাম ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারায় ২৮টি হজ এজেন্সিকে ভিসার আবেদন করতে দুদিনের আল্টিমেটাম দিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

এ সময়ের মধ্যে এজেন্সিগুলো তা করতে ব্যর্থ হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার আশকোনা হজ ক্যাম্পে হজের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান।

বৈঠকে চলতি বছরের হজ ফ্লাইট বাতিলসহ ভিসার জটিলতার জন্য হজ এজেন্সিগুলোকেই দায়ী করেন ধর্মমন্ত্রী।ধর্ম মন্ত্রণালয় সূত্র অনুযায়ী, এ পর্যন্ত মোট ২৮টি এজেন্সি ৫ হাজার ১১৭ জন হজযাত্রীর ভিসার আবেদন জমা দেয়নি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ৮:২৭ অপরাহ্ণ