২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩৩

মালয়েশিয়ায় পুলিশি অভিযানে বাংলাদেশিসহ আটক ৪০০

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় সোমবার এক সন্ত্রাসবিরোধী অভিযানে চারশও বেশি মানুষকে আটক করা হয়েছে।  রাজধানী কুয়ালামপুরে বেশ কয়েকটি অভিযানে আটককৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আগত বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বিবিসির সংবাদ।

জাল পাসপোর্ট এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের নকল কাগজপত্র  তৈরির মেশিনসহ জব্দ করা হয়েছে এ অভিযানে। দক্ষিণপূর্ব এশিয়ান গেমস শুরু হওয়ার সপ্তাহখানেক আগে শহরটিতে নিরাপত্তা বৃদ্ধিতে আইন শৃংখলা বাহিনী এসব অভিযান চালিয়েছে মূলত। অভিযানে পুলিশ দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আটককৃতদের অনেককেই হাতকড়া পরিয়ে গাড়ীতে তুলে নেয়। তাদেরকে তদন্ত ও অনুসন্ধানের জন্য নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে,  তারা নিখোঁজ বা ভ্রমণের ভূয়া কাগজপত্র বহনকারী বা সিরিয়া এবং ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত হতে পারে এরকম লোকদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। তবে আটককৃতদের মধ্যে আরও কোন কোন দেশের অধিবাসী আছেন এবং কোন দেশের কত জনকে আটক করা হয়েছে এ সম্পর্কে নিশ্চিত করে বলেনি পুলিশ কর্তৃপক্ষ। সূত্র: দ্য নিউ আরব।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৮, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ