নিজস্ব প্রতিবেদক:
আইফোন ৮ বাজারে আসা নিয়ে টেক ওয়ার্ল্ডে শোরগোল পড়ে গেছে। স্যামসাংকে টেক্কা দিতে এতে সর্বাধুনিক টেকনোলজি যুক্ত করছে অ্যাপল। নতুন এই ফোনে যেসব ফিচার থাকবে বলে জানা যাচ্ছে, তার মধ্যে কয়েকটি ইউজারদের জন্য বেশ সুবিধাজনক হবে। এসব ফিচারের মধ্যে উন্নতমানের ডিসপ্লে, আপডেটেড সফটওয়্যার ও অন্যান্য ফিচার রয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেসব ফিচার;
নতুন ডিজাইন:
এবার আইফোনের ডিজাইনে আসছে নতুনত্ব। আগের চেয়ে পরিবর্তিত হবে ফোনটির কর্নার। সামনের দিকের বেশ কিছুটা অংশ জুড়ে পর্দা থাকছে। এতে যে এজ-টু-এজ ডিসপ্লে অ্যাড করা হচ্ছে, তাতে স্ক্রিনের বাইরের অংশ খুব সামান্যই থাকবে।
আরও উন্নত রেটিনা ডিসপ্লে:
অ্যাপল ২০১০ সালেই রেটিনা ডিসপ্লেযুক্ত আইফোন বাজারে আনে। তবে এখন আরও উন্নত রেটিনা ডিসপ্লে আনছে প্রতিষ্ঠানটি।
ফেস অথেনটিকেশন:
আপনার চেহারা দেখলেই স্মার্টফোন আনলক হয়ে যাবে- এমন আধুনিক টেকনোলজি এবার আইফোন ৮ এ যোগ করা হচ্ছে বলে জানিয়েছেন টেক বিশ্লেষকরা। একে বলা হচ্ছে, ‘ফেস অথেনটিকেশন’ টেকনোলজি। সম্প্রতি উইন্ডোজ ১০ ল্যাপটপ ও ট্যাবলেটে এ প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এটি ফিঙ্গার প্রিন্টভিত্তিক টাচ আইডির তুলনায় দ্রুত কাজ করে।
অগমেন্টেড রিয়ালিটি:
কল্পনার জগতের সঙ্গে বাস্তব জগতের মিশ্রণ করে অগমেন্টেড রিয়ালিটি টেকনোলজি। এ প্রযুক্তি এবার আইফোনে সংযোজিত হচ্ছে।
চার রঙের রিফ্লেক্টিভ মিরর:
এবার আইফোনের রঙের বৈচিত্র থাকবে আগের তুলনায় বেশি। জানা গেছে, চারটি রঙের পাশাপাশি রিফ্লেক্টিভ মিরর অপশন থাকছে। এতে আইফোনের সৌন্দর্য বাড়বে অনেক বেশি।
অন্যান্য ফিচার:
সম্প্রতি আইফোন ৮-এর কিছু তথ্য ও ছবি ফাঁস হয়েছে। তাতে এর আরও কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছে। আগে ধারণা করা হয়েছিল স্ক্রিনের মধ্যেই ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে আইফোন ৮-এ। কিন্তু ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, ডিভাইসের পেছনে অ্যাপল লগো’র নিচে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রাখা হয়েছে। আগে অ্যাপলের ডিভাইসে ওয়্যারলেস চার্জিং দেখা যায়নি। এবার স্মার্টফোনটির মধ্যে ওয়্যারলেস চার্জিং রাখা হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ