২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১০

ইংল্যান্ডের বাটলার কুমিল্লায়

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে জস বাটলার মাঠ মাতাবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে হয়ে। বাটলার এবারই প্রথম বিপিএলে খেলবেন। পুরো আসরেই কুমিল্লা পাচ্ছে এই ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।

বাটলার এখন পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৮৫টি , যার ব্যাট হাতে মাঠে নেমেছেন ১৬৫ টিতেই। ২৮.৭৭ গড়ে সেখানে তার রান ৩৭১২। বাটলার বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলেছেন। প্রায় ১৫০ স্ট্রাইক রেটে তার ঝুলিতে জমা পড়েছে ২১টি অর্ধশতকও।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স জানান দিয়েছে বাটলার ছাড়াও বেশ কয়েকজন বিদেশি তারকা দলে ভেড়ানোর কথা। যে তালিকায় আছেন আফগানিস্তানের রশিদ খান, মোহাম্মদ নবী, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ইমরান খান জুনিয়র ও ফখর জামান। এছাড়া দলটি ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন ব্রাভোকে আনার চেষ্টা করছে।

এদিকে গত দুই মৌসুম তামিম ইকবাল খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার আর সেই ঘরে নেই। চিটাগাং ছেড়ে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিয়েছেন তামিম। দলটি অপরদিকে কুমিল্লাকে শিরোপা পাইয়ে দেয়া দলনেতা মাশরাফি বিন মুর্তজাকে এবার ছেড়ে দিয়েছে। রংপুর রাইডার্সে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক এবার যোগ দিয়েছেন।

উল্লেখ্য, নতুন তারিখ অনুযায়ী ৩১ অক্টোবর বিপিএলের উদ্বোধন  আর ২ নভেম্বর শুরু হবে । আর বিপিএলের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। ড্রাফটে প্রতিটি দলকে কমপক্ষে ১৩ জন স্থানীয় খেলোয়াড়কে নিতে হবে। ড্রাফটের তালিকায় থাকা বিদেশিদের মধ্যে নিতে হবে কমপক্ষে দুজনকে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ