২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক মিজানুর রহমান পিকুলের বিরুদ্ধে ইডেনের দুই ছাত্রীকে শ্লীলতাহানি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
রোববার রাতে আজিমপুর সংলগ্ন পলাশী মোড়ে শ্লীলতাহানি ও নির্যাতনের এ ঘটনা ঘটে। চকবাজার থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেন শ্লীলতাহানির শিকার দুইজন। চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ।
তবে চকবাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আলী আহম্মদ জানিয়েছেন রোববার মধ্যরাত সোয়া ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি।
ওই দুইজনের মধ্যে একজন ইডেনের সাবেক ছাত্রী আরেকজন তার ছোট বোন তৃতীয় বর্ষের ছাত্রী। লিখিত অভিযোগে বড় বোন উল্লেখ করেন, তিনি, তার স্বামী ও ছোট বোন রোববার রাত ৮টায় পলাশী মোড়ের মাছবাজারে মাছ কিনতে যান। সে সময় পিকুলও ছিলেন সেখানে। বাজারে হাঁটার একসময় বড় বোনের স্বামীর সঙ্গে পিকুলের ধাক্কা লাগলে সে তার স্বামীকে গালিগালাজ করে। মারধরের জন্য তেড়ে আসে। দুই বোন এর প্রতিবাদ করায় পিকুল তাদের ওপর চড়াও হয়। মোবাইল ফোনে তখন পিকুল তাঁর ১০-১৫ অনুসারীকে ডেকে আনেন এবং  আমাদের দুই বোনের শ্লীলতাহানি করে, তাদের টানাহেঁচড়া করে জামা-কাপড় ছিঁড়ে ফেলে এবং তার স্বামীকে মেরে রক্তাক্ত করে।
অভিযোগপত্রে  উল্লেখ করা হয় পরে ঢাবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক রাসেল আহমেদ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
এদিকে রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙের দায়ে পিকুলকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে নির্দেশ দেয়া হয়েছে। তবে বিজ্ঞপ্তিতে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১২:০৫ অপরাহ্ণ