১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৯

শ্যামল কান্তি লাঞ্ছিতের মামলায় অব্যাহতি চাইছেন সেলিম ওসমান

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিতের ঘটনায় দায়ের মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন নারায়ণগঞ্জের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান। রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা বেগমের আদালতে তিনি এ আবেদন করেন। এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও সেলিম ওসমানের পক্ষে হাজিরা দিয়ে সময় আবেদন করেন অইনজীবী এসএম সিদ্দিকুর রহমান। আদালত তা মঞ্জুর করে অব্যাহতির বিষয়ে শুনানির জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে গত ২২ জানুয়ারি হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নারায়ণগঞ্জ আদালত থেকে ঢাকার সিজেএম আদালতে বিচারের জন্য বদলির নির্দেশ দেন। এরপর আদালত দণ্ডবিধির ৩২৩/৩৫৫/৫০০ ধারায় মামলাটি আমলে নেন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ তুলে ২০১৬ সালের ১৩ মে বিদ্যালয় প্রাঙ্গণে তাকে লাঞ্ছিত করা হয়। শ্যামল কান্তিকে সেলিম ওসমানের কানে ধরে ওঠবস করানোর ঘটনা প্রকাশ পেলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৬, ২০১৭ ৪:২৩ অপরাহ্ণ