আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিজেপির প্রার্থী ঊষাপতি ভেঙ্কাইয়া নাইডু। শনিবার সন্ধ্যায় দেশটির সংসদে অনুষ্ঠিত ভোটের পর গণনা শেষেএই ফল ঘোষণা করা হয়। ভারতের ১৩তম উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু মোট ৫১৬টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী দলের গোপালকৃষ্ণ গান্ধী।
এর আগে শনিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দেশটির সংসদে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোট নেয়া হয়। সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ভোট ৭৭৬টি। এর মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ভোট রয়েছে ৪১৩টি (যথাক্রমে ৩৩৮ ও ৭৫ সাংসদ)। নিজেদের ভোটের চেয়ে আরো ১০৩টি বেশি পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু। জেতার জন্য প্রয়োজন ছিল মোট আসনের অর্ধেক অর্থাৎ ৩৮৮ ভোটের বেশি। ভেঙ্কাইয়া নাইডু বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির স্থলাভিষিক্ত হবেন। আগামী ১১ আগস্ট হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ।
দৈনিকদেশজনতা/ আই সি