১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৮

চুরির দায়ে ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চুরির দায়ে ইউপি সদস্যসহ দুই জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী ও শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রফিক। এর আগে শুক্রবার রাতে উপজেলার ভদ্রকোল গ্রামের আব্দুল মান্নান নামে এক কৃষকের বাড়িতে চুরির অভিযোগে তাদেরকে আটক করে গণপিটুনি দিয়ে শনিবার সকালে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কওশিক আহমেদ জানান, ইউপি সদস্যের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। শুক্রবার গভীর রাতে কৃষক আব্দুল মান্নানের বাড়িতে চুরি করতে গিয়ে ইউপি সদস্য ও তার সহযোগী জনতার হাতে ধরা পড়ে। শনিবার সকালে তাদের আটক করে থানায় আনার পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কথা হয় কয়ড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনের সাথে। তিনি পরিবর্তন ডটকমকে জানান, ইউপি সদস্য ইউসুফ আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও গরু চুরিসহ নানা অপকর্মের সাথে জড়িত রয়েছেন। জনপ্রতিনিধি হওয়ায় এলাকাবাসী তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে সাহস পায়নি। এবার তাকে চুরির সময় জনতা হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ৮:৫৬ অপরাহ্ণ