বিনোদন ডেস্ক:
জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. আব্দুল জব্বার যদি বিনা চিকিৎসায় মারা যান সেটা সরকারের জন্য কলঙ্ক হবে বলে মন্তব্য করেছেন সঙ্গীত শিল্পী ইন্দ্র মোহন রাজবংশী।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে কণ্ঠশিল্পী আব্দুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পীবান্ধব। প্রধানমন্ত্রী বলেছেন, এখন থেকে আর কোনো শিল্পী কষ্ট করে জীবনযাপন করবে না।’
ইন্দ্র মোহন রাজবংশী বলেন, তার (প্রধানমন্ত্রীর) এই আমলে যদি আব্দুল জব্বারের মতো একজন শিল্পী বিনা চিকিৎসায় মারা যান সেটা হবে আমাদের জন্য অসম্ভব দুঃখজনক এবং তাদের সরকারের জন্য হবে কলঙ্কজনক।
তিনি আরও বলেন, আব্দুল জব্বারসহ আমরা মুক্তিযুদ্ধের সময় জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম। তখন বঙ্গবন্ধুর নামে কয়েকটি গুরুত্বপূর্ণ গান করা হয়েছিল। সাড়ে ৭ কোটি মানুষের মাইলফলক বঙ্গবন্ধু শেখ মুজিব।শিল্পী ইন্দ্র মোহন রাজবংশী বলেন, আমরা শিল্পীরা কে কয়টা গান করেছি সেটা বিষয় নয়। সবাই একসঙ্গে ছিলাম, শিল্পীরা সবাই এক।
দৈনিকদেশজনতা/এন এইচ