১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

নবীনগর আগুনে পুরে ছাই,গ্যাস ব্যবসায়ীরা সেফটি লাইসেন্স করনি

মো.আশিকুর রহমান,নবীনগর,(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি

ব্রাক্ষনবাড়ীয়ার নবিনগরের শ্রীঘর বাজারে গত কাল রাত্র ৮ দিকে মোম বাতির আগুন হতে আগুন লেগে বাজারের ৩ টি দোকান পুড়ে যায়। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা যায়। শ্রীঘর বাজারের মুদি ব্যাবসায়ী মো.কবির মোল্লার দোকানে জালানো
মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মো.আলমগীর হোসেনের( পশু চিকিৎসক)এর ফার্মেসি মো.নাছির মিয়ার খাবার হোটেল, এই তিনটি দোকান সম্পুর্ন ভাবে আগুন লেগে পুড়ে যায়।সবচেয়ে বেশী ক্ষতিগস্ত হয় মুদি দোকানী কবির মোল্লার দোকান।
প্রত্যক্ষদর্শীরা জানায়,সন্ধ্যায় বিদ্যুৎ না থাকায় কবির মোল্লা মোমবাতি জালিয়ে বেচা-কেনা করছিলেন, হঠাৎ মোমবাতিটি কেরোসিনের পাত্রে পড়ে যায়। এবং দ্রুত দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ধারনা করা হচ্ছে ঐ দোকানে থাকা গ্যাস সেলেন্ডার বিষ্পরণের কারনো দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৫০-৬০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এলাকাবাসী ও বাজারের দোকানীদের সহায়তায় আগুন নিভাতে সক্ষম হয়। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মো.গোলাম মোস্তফা ঘটনাস্থল এসে আগুন
নিভাতে সহায়তা করেন এবং সবাইকে আগুন নিবাতে সহযোগীতা করতে বলেন। আগুন নিভানোর কিছু ক্ষন পর পার্শ্ববর্তী বাঞ্ছাপুর উপজেলার ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে হাজির হয়। স্থানীয় ব্যাবসায়ীরা ও সাধারণ জনগন বলেন। যদি সঠিক সময়ে ফায়ার সার্ভিসের দল ঘটনা স্থলে এসে হাজির হতো তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতি কমানো যেত।তাই আমাদের দাবী অতি দ্রুত নবীনগর উপজেলায় একটি ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন চাই। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করছি।গ্যাস সিলিন্ডার ব্যাবসায়ীদের ফায়ার লাইন্সেস নাই, সেফটি ফায়ার নাই অথচ তারা বিক্রি করে চলছে। বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মো.কামরুল ইসলাম এর সাথে মোঠোফোনে আলাপ করলে তিনি বলেন আমি আমার লোকজন দিয়ে প্রতোক ডিলার ও খোচরা ব্যাবসায়ীদেরকে জানিয়ে দিয়েছি ও অনেকে নিয়ম মেনে লাইসেন্স করে আসছে আবার অনেকের কাছে নোটিশ পাঠাইলে ও তারা লাইসেন্স কটার আগ্রহ নেই।বাঞ্ছারামপুর এলপি গ্যাস ডিলার তাদেকে কয়েক বার নিশেধ করা হয়েছে লাইসেন্স ব্যতিত গ্রাস খোচরা বিক্রেতার কাছে বিক্রি করার জন্য। বাঞ্ছারামপুরে মোট গ্যাস বেবসায়ী ৩ শত প্রাই তনে মাএ ৭০ টি ফায়ার লাইসেন্স আছে বাকি করার কথা বললেও করে নাই। ডিলারা সঠিক নিয়মে আসতেছেনা তবে হালকা সেফটি লাইসেন্স আছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ৮:২২ অপরাহ্ণ