নিজস্ব প্রতিবেদক:
‘বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আদালত যতবারই বাতিল করবে তা সংসদে ততবারই পাস করা হবে’ গতকাল অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যে বক্তব্য দিয়েছেন তা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আজ সকাল ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এর এই বক্তব্য অশুভ ইঙ্গিত বহন করে। তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতে বাতিল হওয়ার আওয়ামী লীগ দলীয় এমপি-মন্ত্রীরা টেনশনে পড়ে গিয়েছে। তাদের ঘুর হারাম হয়ে গেছে।
তিনি আরো বলেন, বিমান ও ধর্ম মন্ত্রণালয়ের অদক্ষতায় হজ যাত্রীরা বিপাকে পড়েছে। পুরো হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ইতিমধ্যে ১৯টি হজ ফ্লাইট বাতিল হয়েছে। ৪০ হাজার ধর্মপ্রাণ মুসালমানের পবিত্র হজ পালন অনিশ্চত হয়ে পড়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ