বিনোদন ডেস্ক:
সম্প্রতি বিচ্ছেদে যাওয়া তাহসান-মিথিলা অনেক জনপ্রিয় নাটকে জুটি হয়েছিলেন । তেমন একটি ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’। বছর তিনেক আগে নির্মিত নাটকটি আশফাক নিপুণ রচনা ও পরিচালনা করেন । আবারো এনটিভিতে প্রচার হচ্ছে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে সেই নাটক। ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’-এ আরো অভিনয় করেছেন স্পর্শিয়া, তৌসিফ, আর জে অপু প্রমুখ।
নাটকটি নির্মিত হয়েছে ৯০ দশকের গল্পে, যখন বাংলাদেশে মোবাইল ফোন আসেনি। এমনই সময়ের দুই তরুণ-তরুণী কামাল ও পুষ্প। তারা প্রতিবেশী। যখন-তখন তাদের দেখা করা বা কথা বলা সম্ভব নয় বলেই তারা ল্যান্ডফোনেই কথা বলত। কিন্তু তাতেও ছিল অনেক জটিলতা, সময় সুযোগ বুঝে ফোন দিতে হতো। এক্ষেত্রে ছিল তাদের নিজস্ব কিছু সিগন্যাল। এরই মধ্যে একদিন পুষ্পর জন্য একটা বিয়ের প্রস্তাব আসে। বাসার সবাই রাজি, পুষ্পও নিরুপায়। কামালও বেকার। তাহলে ওদের কী হবে?
এদিকে ২০ জুলাই দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যৌথ বিবৃতিতে তাহসান-মিথিলা ঘর ভাঙার বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকে এ জুটির গান ও নাটকগুলো নতুন করে শুনছে ও দেখছে ভক্তরা। সেই সুযোগ নিচ্ছে অডিও কোম্পানি ও টেলিভিশন চ্যানেলগুলো। তাহসান-মিথিলার প্রেম হয় ২০০৪ সালে । তারা বিয়ে করেন ২০০৬ সালের ৩ আগস্ট । তাদের রয়েছে কন্যা সন্তান আইরা তাহরিম খান।
দৈনিকদেশজনতা/ আই সি