নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বনশ্রীতে পুলিশ গৃহকর্মী লাইলী আক্তার (২৫) হত্যার অভিযোগে দায়ের মামলায় গৃহকর্ত্রী শাহনাজ বেগমকে গ্রেফতার করেছে। খিলগাঁও থানা পুলিশ শনিবার ভোরে বনশ্রী বি-ব্লকের ৪ নম্বর রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এছাড়া এ ঘটনায় আগেই আটক গৃহকর্তা মুন্সী মইন উদ্দিন ও বাড়ির দারোয়ান তোফাজ্জলকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির খান জানান, শুক্রবার রাতে নিহত লাইলীর ভাসুর নজরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। এরপর তাদের গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, প্রতি দিনের মতো শুক্রবারও সকালে বনশ্রী এলাকায় মুন্সী মইন উদ্দিনের বাসায় কাজে যান গৃহকর্মী লাইলী আক্তার। দুপুরে বাসার একটি ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই মৃত্যুকে ‘হত্যা’ দাবি করে বনশ্রীর বাসিন্দারা ওই বাড়িটিতে হামলা চালায় এবং ভাংচুর চালায়। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে এসে প্রতিবাদ ও গাড়িতে আগুন দেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উভয়পক্ষের সংঘর্ষে বনশ্রী এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, লাইলী আক্তারের গলায় দাগ থাকলেও শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। গৃহকর্তা মইন উদ্দিনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকালে বাসায় কাজে আসে লাইলী। এরপর সবার অগোচরে দরজা বন্ধ করে সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ফাঁস দেয়। বাসার লোকজন লাইলীকে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৈনিকদেশজনতা/ আই সি