১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬

বান্দরবানে কলার ট্রাকে ইয়াবা, আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানে ৮ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বান্দরবান আমতলী এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান, ওইদিন রাত পৌনে ১২টার দিকে শহর থেকে ওই ট্রাকটি কলা ও জাম্বুরা বোঝাই করে চট্টগ্রাম যাচ্ছিল।

তিনি জানান, আটক ৪ জনের বাড়িই কক্সবাজার জেলায়। এরমধ্যে নূর আলম ও সৈয়দ আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী, আব্দুল হক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী এবং নূর হোসাইন কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের হামজার ডেইল এলাকার বাসিন্দা। তারা ফল ব্যবসায়ী সেজে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলো।

বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, মাদক ও জঙ্গিবাদ নির্মূলে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে বান্দরবানেও পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ও জঙ্গিবাদের ব্যাপারে কাউকেই কোনো ছাড় দেওয়া হবেনা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ