১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৩

সুযোগ পেলেই সরকার থেকে বেরিয়ে আসবো: এরশাদ

নিজস্ব প্রতিবেদক:

সুযোগ পেলেই সরকার থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এরশাদ বলেন, বিরোধীদল হয়েও সরকারে থাকা লজ্জাজনক। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সুযোগ পেলেই জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে আসবে। তিনি বলেন, দেশে সুশাসন নেই। তবে, সরকারের পদত্যাগ চায় না জাতীয় পার্টি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ১:৩৬ অপরাহ্ণ