নিজস্ব প্রতিবেদক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন ভাই ইয়াফি। নাকে লাগানো টিউব খুলে ফেলা হলেও উন্নতি হচ্ছে ধীর গতিতে। তবে এখন সবাইকে তিনি ঠিকঠাক চিনতে পারছেন। চিকিৎসকরা বুঝতে পারছেন, সুজনের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে শুরু করছে।
ইয়াফি বলেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন। অবস্থা স্থিতিশীল আছে, এখানকার সেরা ডাক্তার দেখভাল করছেন। বাংলাদেশ সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন এবং অন্য পরিচালকরা উন্নত চিকিৎসার জন্য তাকে এখানে পাঠিয়েছে। এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে।’ বর্তমানে গ্লেনঈগলস হাসপাতালের আই সি ইউতে থাকা সুজন এখন সাড়া দিচ্ছেন বলে জানান ইয়াফি, ‘সবচেয়ে আশার কথা চোখ খুলছে ধীরে ধীরে, আমাদের সবাইকে চিনতেও পারছে।’
গত রোববার দুপুরে অসুস্থ সুজনকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। অচেতন অবস্থায় ভর্তি সুজনকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিতে সহায়তা করা হয় দীর্ঘসময়। সোমবার তার অবস্থার কিছুটা উন্নতি হয়। সেই রাতেই তাকে আরো উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুরে যাওয়ার পর সুজনের অবস্থা সময়ের সাথে সাথে ভালো হয়ে উঠতে থাকে।
দৈনিক দেশজনতা /এমএইচ