১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

নাটোরে চলছে পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:

নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা। চাঁদাবাজির প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় তারা।

হঠাৎ ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিংড়া উপজেলায় জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর-সিংড়া-বগুড়া মহাসড়কে চলাচলকারী যাত্রিবাহী বাসসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছে। এ চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোরসহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসছেন। কিন্তু চাঁদাবাজি বন্ধ না হওয়ায় আজ সকাল থেকে নাটোর-বগুড়া সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণ জেলা এবং রাজশাহী-পাবনায় চলাচলকারী সব যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ১০:১১ পূর্বাহ্ণ