১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

তুরাগ নদী থেকে আলাদা ঘটনায় দু’টি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর তুরাগ এলাকায় শিশু গৃহকর্মী শারমীন (১০) ও অজ্ঞাত পরিচয় (আনুমানিক বয়স ৩৫ বছর)এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ আগস্ট) দুপুরে তুরাগ এলাকায় আলাদা ঘটনায় এ লাশ দু’টি উদ্ধার করা হয়।তুরাগ থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানান।

তুরাগ থানার এস আই জেমস উথান রায় জানান, দুপুর দেড়টার দিকে ৪১ কামারপাড়ার একতা ভবনের রেজাউল করিমের বাসা থেকে শিশু গৃহকর্মী শারমীনের (১০) লাশ ওড়নায় পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। শিশুটি পটুয়াখালীর মনির পাটুয়ারী ও রুমি দম্পতির কন্যা।

এস আই মো. মাহবুব আলী জানান, দুপুর ২টার দিকে ১৫ নম্বর সেক্টরের ৩ নম্বর ব্রিজের পুর্ব পাশ থেকে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে— নেশাজাতীয় দ্রব্য পান করে মারা যেতে পারে। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির হাতে, বুকে ও পিঠে কালো দাগ ছিল।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৩, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ