১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৯

শিক্ষা প্রতিষ্ঠানের দালাল চক্রকে ধরিয়ে দিন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কোনো অধিদপ্তর বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কাজে কোথাও ঘুষ দেবেন না। দালাল চক্রের কথা শুনবেন না। কেউ এ ধরনের কাজ করলে তাকে ধরিয়ে দিন।বুধবার রাজধানীর শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এর শেখ রাসেল স্মৃতি সম্মেলন কেন্দ্রে অধিদপ্তরের ই-ফাইলিং ও গণশুনানি কার্যক্রম উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

ঘুষ-দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। যারা ভাল কাজ করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং দুর্নীতির সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের সর্বনাশ হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এখনো যারা দুর্নীতি করতে চান, তারা এ অধিদপ্তর ছেড়ে চলে যান। এ সময় গত কয়েক বছরে শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ দুর্নীতি অনেকটা কমে এসেছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে হবে। এজন্য ই-ফাইলিং ব্যবস্থা চালু হচ্ছে। প্রযুক্তির ব্যবহারের ফলে কোথাও ফাঁকি দেওয়া যাবে না। কাজে স্বচ্ছতা থাকবে। দেশের ৩৬ হাজার শিক্ষা প্রতিষ্ঠান এর আওতায় আসবে। শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শন কাজকে আরো গতিশীল করার আহ্বান জানান তিনি।

পরে শিক্ষামন্ত্রী ই-ফাইল ও গণশুনানি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। এসব প্রতিষ্ঠানে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের কাজের মান সম্পর্কে জানতে চান। প্রতিষ্ঠান প্রধান, ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেন এবং তাদের মতামত জানান।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ