১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৫

চাঁদার দাবিতে নির্যাতনের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় আরজু মনছুরাবিল নয়াপাড়া এলাকায় চাঁদা না পেয়ে সামাজিক বনায়নের পাহারাদারআরজু আলমকে মারধরসহ নানা নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা ও বনদস্যুখ্যাত ফজলে এলাহি আরজুর বিরুদ্ধে। মন্জু লোহাগাড়া যুবলীগের যুব লীগের যুগ্ম আহবায়ক।
বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লোহাগাড়ার চুনতি ইউনিয়নের দক্ষিণ সাতগড় মনছুরাবিল নয়াপপাড়া প্রকাশ সাতের আগা গ্রামের সমাজের সর্দার ও সামাজিক বনায়নের পাহারাদার মনজুর আলম। সংবাদ সম্মেলনে মনজুর বলেন, তিনি সামাজিক বনায়নের বন পাহারা দিচ্ছেন বিগত ১০ বছর যাবত।
সম্প্রতি লোহাগাড়া যুব লীগের যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজুর বাহিনী বন দখল করতে না পেরে মনজুরের কাছে দু’লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তার নিজস্ব নার্সারির ৩৫ হাজার গাছ রাতের আঁধারে আরজু বাহিনী কেটে ফেলেছে। এছাড়া লুট করে নিয়ে যায় প্রায় আড়াই হাজার ফলজ গাছের ছারা। এরপর মসজিদের মিটিং এর নাম করে মনজুরকে ডেকে নিয়ে তার কাছে থাকা মসজিদ ফান্ডের ৬৫ হাজার টাকাসহ প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বনদস্যুরা। যাবার সময় মনজুরকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বনদসু্যুরা তার পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ৩:৫৬ অপরাহ্ণ