২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৪৩

চুয়াডাঙ্গায় সাপের বিষ জব্দ ২১ কোটি টাকার

নিজস্ব প্রতিবেদক:

ভারতে পাচারের প্রাক্কালে চুয়াডাঙ্গায় ২১ কোটি টাকা মূল্যের কোবরা সাপের বিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বুধবার ভোরে ভারত সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার মদনা গ্রামে অভিযান চালিয়ে এ বিষ জব্দ করা হয় বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, গোপন খবর পেয়ে এদিন ভোরে মদনা গ্রামে একটি বাঁশ বাগানের ভেতরে অভিযান চালিয়ে ওই সাপের বিষ জব্দ করা হয়। এ সময় চোরাকারবারীরা ভারতে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মেজর মুহাম্মদ লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ বিষের পরিমাণ ৩ কেজি ৩০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা। চারটি বোতলে এই বিষ পাচার করা হচ্ছিল।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১:৫৬ অপরাহ্ণ