২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৫

২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছাড়ল নেইমার

স্পোর্টস ডেস্ক:

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যাওয়ার প্রায় পাকা কথা হয়ে গেছে। কাগজ পত্র সব তৈরি। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। ন্যু ক্যাম্পে বুধবারের ট্রেনিং সেশনই তাই হতে যাচ্ছে বার্সেলোনার হয়ে নেইমারের শেষ দিন। অনানুষ্ঠানিকভাবে এদিনই মেসি, সুয়ারেজদের কাছ থেকে বিদায় নেবেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তারপর তো স্পেন ছেড়ে ফরাসি মুলুকু উড়াল দেওয়ার সময় আসবে। এমন খবরই দিয়েছে গোলডটকম।

এর আগে চিন থেকে বিজ্ঞাপনের কাজ সেরে বার্সেলোনায় ফেরেন নেইমার। ফেরার পথে দোহায় স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও দুবাইতে চেকআপ সারেন তিনি। জানা গেছে, ন্যু ক্যাম্পের অনুশীলনে যোগ দিলেও সেটা শুধুই ক্লাব সতীর্থদের ‘টাটা’ জানাতে। এ সপ্তাহের শেষ দিকেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে যাবে। এই ফাঁকে এতদিনের বন্ধুদের বিদায় জানাতে উদগ্রীব ছিলেন নেইমার নিজেও।

গেল কদিন থেকেই নেইমারের বার্সা ছাড়ার গুঞ্জন ডানা মেলে। প্রতিদিনই বেরুতে থাকে নতুন নতুন সব খবর। নেইমার নিজে অবশ্য শুরু থেকেই এ ব্যাপার মুখে কুলুপ এঁটেছিলেন। নেইমারকে পেতে ছাড়পত্র শর্তে দেয়া বার্সেলোনার সব দাবিই মেনে নিয়েছে পিএসজি। পুরো ২২২ মিলিয়ন ইউরোই ওদের একাউন্টে বুঝিয়ে দেবে তারা। আর এই ট্রান্সফারে পল পগবাকে ছাড়িয়ে বিশ্ব ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আর বছরে সেখানে নেইমারের আয় হবে ৩০ মিলিয়ন ইউরো।

২০১৩ সালের ৩ জুন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেরা তারকা কাতালানদের হয়ে লা লিগায় গোল করেছেন ৬৮টি, অন্যান্য ম্যাচে করেছেন ৩৫টি। তাকে ধরা হয় সামনের দিনের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বার্সেলোনা ছাড়তে চায় না। কিন্তু নেইমার যেতে চান বলে আটকানোর উপায় নেই।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ