১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫২

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

নিজস্ব প্রতিবেদক :

চার দিনের সফরে আজ বুধবার রাতে ঢাকা আসছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমদ আল-ওথাইমিন । ৫৭-দেশের ইসলামিক জোটের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউসুফ বিনের এটাই প্রথম ঢাকা সফর। সফরে তিনি পাঁচ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানকালে ওআইসির মহাসচিব রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। পরে তার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হবে। এদিকে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরো জানানো হয়, বাংলাদেশ সফরের সময় মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীদের সম্বন্ধে জানতে ওআইসির মহাসচিব কক্সবাজার জেলার উখিয়ায় কুতুপালংয়ের শরণার্থীশিবির ও আশপাশের এলাকা ঘুরে দেখবেন। তিনি সেখানে গিয়ে মিয়ানমারের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানাবেন। কক্সবাজার সফরে গিয়ে তিনি সেখানকার স্থানীয় প্রশাসন ও মানবিক সহায়তাদানকারী আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানার সুযোগ পাবেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। আগামী বছর অনুষ্ঠিতব্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৫তম ওআইসি কাউন্সিল আয়োজনে বাংলাদেশ স্বাগতিক দেশ হওয়ায় এই সফর বাংলাদেশ-ওআইসি সচিবালয় সহযোগিতা ছাড়াও অন্যান্য দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপারে সহায়ক হবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ২, ২০১৭ ১০:৪৪ পূর্বাহ্ণ