১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:১৭

বোকো হারামের সঙ্গে থেকে গেল যে মেয়েটি

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় অপহৃত একজন চিবুক মেয়ে থেকে গেল বোকো হারামের সঙ্গে। সে দেশের প্রেসিডেন্টের মুখপাত্র গারবা সেহু এ তথ্য জানান। চিবুক মেয়েটি তার স্বামীর সঙ্গে থেকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বিবিসি জানায়, শনিবার অপহৃত ৮৩ চিবুক মেয়েকে বোকো হারামের মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু একজন মেয়ে তার পরিবারের কাছে ফিরে আসতে চায়নি।

গারবা স্থানীয় টিভি চ্যানেলকে জানান, একজন মেয়ে শুধু বলেছে, না আমি এখানে সুখে আছি। আমি আমার স্বামীকে পেয়েছি এখানে।

নাইজেরিয়া সরকারের সঙ্গে বোকো হারামের চুক্তির হয় কিছু সংখ্যক বোকো হারাম বন্দিদের মুক্তির বিনিময়ে ৮৩ চিবুক মেয়েকে ছেড়ে দিতে হবে। তবে ঠিক কতজন সদস্যকে মুক্তি দেওয়া হয়েছে তা জানা যায়নি।

তিন বছর আগে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ২৭৬ চিবুক মেয়েকে অপহরণ করে বোকো হারাম। দেশটিতে যখন সহিংসতা চলছিল তখন আরো হাজার হাজার মানুষ অপহরণ করে এ দলের সদস্যরা। ধারণা করা হয় এর মধ্যে কিছু মেয়ে বোকো হারামের সদস্যদের বিয়ে করেছে এবং সেখানে তাদের সন্তানও রয়েছে।

বাকি চিবুক মেয়েদের ছেড়ে দেওয়া হবে কিনা এ বিষয়ে বোকো হারাম ও নাইজেরিয়া সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তাদের পরিবার আশা করছে এক দিন অবশ্যই তারা ছাড়া পাবে।

প্রকাশ :মে ১০, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ