২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩৮

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে মন রুবেলের

নিজস্ব প্রতিবেদক:

সকালে অনুশীলনে এসেই বোলিং শুরু করলেন পেসার রুবেল হোসেন। অন্যদিনের মতো ছোট রান আপে নয়। এদিন পুরো ছন্দেই বোলিং করলেন তিনি। তবে বোলিংয়ের চেয়ে ব্যাটিং অনুশীলন একটু বেশিই করলেন এই ভিন্ন অ্যাকশনের ফাস্ট বোলার। বোলিং শেষে প্রায় টানা দুই ঘণ্টা নেটে নক করলেন। বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে ব্যাট হাতেও কিছু করতে চান। তবে আপাতত উইকেটে সেট ব্যাটসম্যানকে সহায়তা করাই রুবেলের লক্ষ্য।

কদিন আগেই লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের জন্য অস্ট্রেলিয়ান মার্ক ও’নিলকে নিয়োগ দিয়েছে বিসিবি। তবে এখনও এই কোচের সঙ্গে কথা হয়নি রুবেলের। এদিন নেটে ব্যাটিং করেছেন নিজের মতো করেই। তবে সুযোগ পেলে তার কাছ থেকে সেট ব্যাটসম্যানকে কিভাবে সহায়তা করতে হয় জেনে নেবেন রুবেল, ‘আমার সঙ্গে যদি একজন সেট ব্যাটসম্যান থাকে তাকে সহায়তা করতে কি করা উচিৎ সেটা নিয়ে উনার (ব্যাটিং কোচ) সঙ্গে আলাপ করবো। আর কোন পরিস্থিতিতে কিভাবে ব্যাটিং করতে হবে সে টিপস নেওয়ার চেষ্টা করবো।’

চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে এক অদ্ভুত ইনজুরিতে পরেছিলেন রুবেল। হোটেলের দরজায় চোখের পাশে আঘাত পেয়ে অস্ত্রোপচারও করাতে হয় তার। এরপর ক্যাম্প শুরুর বেশ পরে যোগ দিলেও সোমবারই পুরো রান আপে বোলিং করেন রুবেল, ‘এর আগে শর্ট রান আপে বোলিং করেছি। আলহামদুলিল্লাহ আজকে পুরো রান আপে বোলিং করলাম। কোনোরকম ব্যথা অনুভব করিনি।’

পেস বোলিং কোচ কিংবদন্তি কোর্টনি ওয়ালশের অধীনে বেশ কিছু দিন থেকেই বিশেষ ক্লাস করছেন পেসাররা। ইনজুরির কারণে তা করতে পারেননি রুবেল। তবে সে ঘাটতিটা এখন বাড়তি মনোযোগ দিয়ে পুষিয়ে নিতে চান তিনি, ‘এখনও অনেক দিন সময়। এ সময়ে চেষ্টা করবো। আমি কয়েকটা সেশন মিস করেছি। এখন যে কয়দিন আছে তাতে খুব মনোযোগ দিয়ে কাজ করবো তার কাছ থেকে।’

চলতি মাসের ১৮ তারিখে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ক্রিকেটারদের সাথে অস্ট্রেলিয়ার বোর্ডের বিরোধ। নানা প্রতিকূলতার পর এই টেস্ট সিরিজ হওয়ার সম্ভাবনা এখন উজ্জ্বল। তাই ওয়ালশের কাছ থেকে টেস্ট ক্রিকেটে আদর্শ বোলিং করার টিপস শিখে নেওয়ার জন্য উদগ্রিব রুবেল, ‘টেস্ট ক্রিকেটে উনি (ওয়ালশ) অনেক ভালো। তার কাছে টেস্ট ক্রিকেটে কিভাবে লাইন লেন্থ মেইনটেইন করে একভাবে বোলিং করা যায়। কিভাবে উইকেটটা বের করা যায় এসব নিয়ে আলোচনা করবো।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ৪:০৪ অপরাহ্ণ