১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

সরকারী চাকুরি হচ্ছে সিদ্দিকুরের

নিজস্ব প্রতিবেদক:

সম্প্রতি শাহবাগের ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারানো তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে সরকারি চাকুরি দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, সিদ্দিকুর দেশে ফিরলেই আমি তাকে চাকুরি দেব। সরকারি ওষুধ কোম্পানি ‘এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড’ এ তাকে চাকুরি দেয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকুনগুনিয়া ২০১৭: ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক সেমিনারে তিনি একথা জানান। তিনি বলেন, সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন।তবে চোখ ভালো হবে কি না সেটা নিশ্চিত না। ভারতের চিকিৎসকরা চেষ্টা করছেন। শেষ চেষ্টা করা হবে যাতে অন্তত একটা চোখে সে দেখতে পারে।
কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ৭টি সরকারি কলেজের পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে আন্দোলনে নেমে শিক্ষার্থীরা। এই সময় পুলিশের ছোঁড়া টিয়ার শেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়। অবশ্য চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিংগম গোপাল জানিয়েছেন, অস্ত্রোপচারেও তার চোখে দেখার সম্ভাবনা নেই।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ