১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৩

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসের সামনে আত্মঘাতী গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, সোমবার সকালে দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় হয়। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসীরা দূতাবাসের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই স্থানে এখনও গুলির শব্দ শোনা যাচ্ছে। দূর থেকে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে। বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটলেও সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এই ঘটনার সঙ্গে আইএস কিংবা তালেবান জড়িত থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরাকের দূতাবাসের কাছে আরও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে প্রথম বিস্ফোরণে দূতাবাস ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ