১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৪

বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে ঝরল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুরে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার সকাল ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের নামপরিচয় জানা গেছে। তারা হলেন- রংপুরের মিঠাপুকুরের ময়েনপুর গ্রামের রফিকের ছেলে মোসলেম উদ্দিন এবং কুমিল্লার মুরাদনগরের ইসলামপুর এলাকার হোসেন আলীর ছেলে মোহাম্মদ আলী। এই দুইজন ঘটনাস্থলেই মারা যান। শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাপাতালে নেয়ার পথে আরও একজন নিহত হন। তিনিসহ দুর্ঘটনায় আহত অন্য ১৪জনের নামপরিচয় জানা যায়নি।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-২৪৬৯) ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ব-১১-৩১০১) সঙ্গে যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫জন। আহতদের জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩১, ২০১৭ ১২:৫১ অপরাহ্ণ