নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি-ডিএমপি) রাজধানীর বাড্ডার আদর্শনগরী এলাকায় ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান নিশ্চিত করেছেন রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার বেলা ১২টায় এ বিষয়ে বিস্তারিত জানাতে ডিসি মাসুদুর রহমান জানান ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। রাজধানীর বাড্ডায় রোববার বিকেলে তানহা নামে ওই শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করে বাথরুমে ফেলে রাখা হয়। পরে খবর পেয়ে স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানহার মা সুলতানা বেগম জানান, তারা যে বাড়িতে থাকেন কলি নামে এক নারী ও তার স্বামী একই বাড়িতে ভাড়া থাকতেন। দু’দিন আগে তারা এ বাসা ছেড়ে পাশের বাড়িতে উঠেছেন। বিকেল সোয়া ৫টায় তানহা বলে কলি আন্টির বাসায় বেড়াতে যাব। তিনি তাড়াতাড়ি চলে আসতে বলেন তাকে। বাসা থেকে বের হওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এলেও তানহা বাড়ি ফিরছিল না। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পাশের বাড়ির এক নারী বাথরুমে গিয়ে দেখেন তানহা টয়লেটের কমোডে মাথা গোজানো অবস্থায় পড়ে আছে । তিনি সঙ্গে সঙ্গে এসে খবর দেন। এরপর সুলতানা বেগম গিয়ে দেখেন মেয়ে সেখানে পড়ে আছে। এ সময় তানহার গোপনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল।
সুলতানা বেগম বলেন, ‘প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে। পরে বুঝতে পারলাম তানহা মারা গেছে।’
দৈনিকদেশজনতা/ আই সি