১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১

নওগাঁর সীমান্ত থেকে দু সপ্তাহে ৯জনকে আটক করলো বিএসএফ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ভারতীয় অভ্যন্তর থেকে আব্দুস সামাদ বাবু নামে এক কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। রোববার ভোর রাতে তাকে আটক করে বিএসএফ। আটক আব্দুস সামাদ বাবু সাপাহার উপজেলার বলদিয়াঘাট গ্রামের রহমত আলীর ছেলে। এ নিয়ে গত দু সপ্তাহে এ সীমান্ত এলাকা থেকে ৯ জন বাংলাদেশীকে আটক করলো বিএসএফ ।

নওগাঁ ১৪ বিজি্ির অধিনায়ক লে: কর্ণেল খিজির খান জানান, শনিবার গভীর রাতে অন্যদের সাথে আব্দুস সামাদ বাবু কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ মেইন পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করে। রোববার ভোরে আব্দুস সামাদ বাবুসহ অন্যরা গরু নিয়ে ভারত দেশে ফেরার পথে ভারতের ৬০বিএসএফ পান্নাপুর ক্যাম্পের টহল দল তাদেরকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আব্দুস সামাদ বাবু বিএসএফ এর হাতে ধরা পরে। তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে পত্র দেওয়া হয়েছে ভারতের পান্নাপুর বিএসএফ’র ক্যাম্পে । তবে বিএসএফ এখনও কোন সারা দেয়নি ।

উল্লেখ্য গত দু’সপ্তাহে এ সীমান্ত এলাকা থেকে ৯ জন বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ এ কথা জানিয়েছে বিজিবি।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ৮:৫৬ অপরাহ্ণ