১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৭

এক সপ্তাহেই নেইমারের বাবার আয় ৫৮৮ কোটি!

নিজস্ব প্রতিবেদক:

নেইমার সান্তোস সিনিয়র। তার সবচেয়ে বড় পরিচয়, তিনি নেইমারের বাবা। রক্তের এই সম্পর্কের বাইরে তার পেশাদার পরিচয়, নেইমারের এজেন্টও তিনিই। ছেলের এজেন্টগিরিই তার একমাত্র পেশা! এই পেশার আয়-রোজগার দিয়েই চলে তার সংসার, জীবন-জীবিকা। তো এই কাজ করে এক সপ্তাহের মধ্যে বড়লোক বনে যাচ্ছেন নেইমার সান্তোস সিনিয়র। আগামী এক সপ্তাহের মধ্যে তার পকেটে উঠতে যাচ্ছে ৬ কোটি ২০ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় ৫৮৭ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৬১৪ টাকা!

রেকর্ড ট্রান্সফার চুক্তিতে নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন বলেই খবর। দু-একদিনের মধ্যেই পিএসজির সঙ্গে তার চুক্তিটা হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তো ছেলের এই দলবদলের দেন-দরবার করেই মোটা অঙ্কের টাকার মালিক বনে যাচ্ছেন নেইমারের বাবা। গণমাধ্যমে প্রকাশ, গত মৌসুমে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নের জন্য আগামীকাল সোমবারই বার্সেলোনার পক্ষ থেকে নেইমার সান্তোস সিনিয়র পাচ্ছেন বকেয়া ২ কোটি ৬০ লাখ ইউরোর চেক।

পিএসজির সঙ্গে রেকর্ড চুক্তির ফি হিসেবে যাচ্ছেন আরও ৩ কোটি ৬০ ইউরো। অবশ্য এই পুরোটা একাই পাবেন না নেইমার সান্তোস জুনিয়র। এর কিছু অংশ ইসরায়েলি নাগরিক পিনি জাহাভের পকেটেও যাবে বলে জানা গেছে। কারণ, পিএসজির সঙ্গে রেকর্ড চুক্তির ব্যাপারে নেইমারের বাবার সঙ্গে দেন-দরবার করেছেন তিনিও।

কথায় বলে ছেলের মতো ছেলে একটি হলেই হয়। ছেলে তো কাড়ি কাড়ি টাকা কামাচ্ছেনই। ছেলের এজেন্টগিরি করে বাবাও বনে যাচ্ছেন বড়লোক। আহা কী চমৎকার!

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ২:৩৬ অপরাহ্ণ