১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

অনিশ্চিত খুলনা-কলকাতা মৈত্রী ট্রেন

নিজস্ব প্রতিবেদক:

অর্ধশতাব্দীরও বেশি সময় পর কলকাতার সঙ্গে খুলনার রেল যোগাযোগ চালুর ঘোষণা আসে। আগামী ৩ আগস্ট ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল করার কথা। কিন্তু নিরাপত্তা জটিলতায় খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। গত শুক্রবার ভারতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। ট্রেনটি চালুর বিষয়ে ভারতের রেল বোর্ড চূড়ান্ত অনুমতি দেয়নি বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে।

দু’দেশের রেল মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা গত ২৩ থেকে ২৫ মে কলকাতায় এক বৈঠক করে এই ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। ভারতের রেল বোর্ড মনে করছে, এর আগে পরীক্ষামূলক ট্রেন চলাচলে অতিরিক্ত ভিড় হয়, যেটি নিয়ন্ত্রণ করার মতো জনবল আপাতত নেই। নিরাপত্তা নিশ্চিত করার পরই এ রুটে ট্রেন চালু করা হবে।

গত ৮ এপ্রিল দিল্লি থেকে ভিডিও কনফারন্সেরের মাধ্যমে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে পতাকা নেড়ে এই রুটের ট্রেন উদ্বোধন করেন। ওইদিন পরীক্ষামূলকভাবে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে খুলনা হয়ে কলকাতায় গিয়ে পৌঁছে। এর আগে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়।

বাংলাদেশ রেলওয়ের সহকারী পরিচালক (ট্রাফিক) কালিকান্ত ঘোষ জানান, খুলনা-কলকাতা রুটে এক সময় নিয়মিত যাত্রীবাহী ট্রেন চলাচল করত। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর তা বন্ধ হয়ে যায়। এরপর ১৯৭২-৭৩ সালে এ ট্রেন সার্ভিস আবার চালু হয়। ওই সময় ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীরা দেশে ফেরেন ট্রেনে চড়ে। পরে এ রুটে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করেনি। রেলপথ মন্ত্রণালয় সচিব ফিরোজ সালাহ উদ্দিন জানান, আগামী ৩ আগস্ট খুলনা-কলকাতা দ্বিতীয় মৈত্রী ট্রেন চালুর কথা ছিল। ভারতের সমস্যায় আপাতত সেটি স্থগিত করা হয়েছে। পুনরায় তারিখ জানানো হবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ২:৩০ অপরাহ্ণ