১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৩

ইংল্যান্ড বড় লিডের পথে এগিয়ে

স্পোর্টস ডেস্ক:

ওভাল টেস্টে ইংল্যান্ড বড় লিডের দিকে এগিয়ে যাচ্ছে। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা ৯ উইকেট হাতে রেখে ২৫২ রানের লিড নিয়ে ফেলেছে। অবশ্য শনিবার বৃষ্টির বাঁধায় ইংলিশরা পুরো দিন খেলতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাট করতে পেরেছে মাত্র ২১.২ ওভার। ইংল্যান্ড তাতে ১ উইকেট হারিয়ে ৭৪ রান করে । টেস্টের চতুর্থ দিনেই হয়তো নির্ধারণ হয়ে যেতে পারে ম্যাচের পুরো ভাগ্য রোববার। দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে।

দক্ষিণ আফ্রিকা আগের দিনের ৮ উইকেটে ১২৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। সফরকারীদের প্রথম ইনিংস আর মাত্র ৪৯ রান যোগ করে ১৭৫ রানে গুটিয়ে যায়। তাতে ইংল্যান্ড প্রথম ইনিংসে ১৭৪ রানের লিড পায় । দক্ষিণ আফ্রিকার ইনিংসের সর্বোচ্চ রান টেম্বা বাভুমার। তিনি ৫২ রান করেন । দ্বিতীয় কাগিসো রাবাদা সর্বোচ্চ ৩০ রান । ইংল্যান্ডের সফল বোলার অভিষিক্ত পেসার রোনাল্ড জোনস। অভিষেকেই ৫৭ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন।

এদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড শুরুতে প্রথম ইনিংসে সফল ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে হারায় । কুক ফিরেছেন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে অবশ্য দলকে ভালোভাবেই এগিয়ে নিচ্ছেন  জেনিংটন (৩৪) এবং ওয়েস্টলি (২৮)। চার ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ৩০, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ